প্রায় ৩৫০ বছর পর মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহলের আদলে আরো একটি নতুন তাজমহল তৈরি করতে চলেছেন ভারতের উত্তরপ্রদশের অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। তিনিও নিজের প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতেই নতুন তাজমহল বানাচ্ছেন।
ফইজুল হাসান কাদরি উত্তরপ্রদেশের কাসের কালান গ্রামের বাসিন্দা। ১৯৫৩ সালে পরিণয়ে আবদ্ধ হন তাজামুল্লির সঙ্গে। ২০১১ তে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী তাজামুল্লি।
নিজের ‘বেগমের’ স্মৃতির উদ্দেশ্যেই মিনি তাজমহল তৈরি করার সিদ্ধান্ত নেন কাদরি। তাজমহল বানাতে খরচ অনেক, তাই ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন স্ত্রীর গহনা। বিক্রি করেছেন জমিও।
মিনি তাজমহল বানাতে খরচ হবে ১৮ লক্ষ টাকা। যার মধ্যে ১১ লক্ষ টাকা তিনি খরচ করেছেন। বাকি টাকা জোগাড় করতে না পারায় এখন আটকে রয়েছে নির্মাণ কাজ।
কাদরি সাহেবকে সাহায্য করার জন্য এগিয়ে এসছিলেন অনেকেই, কিন্তু সাহায্য নিতে অস্বীকার করেছেন তিনি।