afganistanআফগানিস্তান থেকে ছোড়া রকেট হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। খাইবার উপত্যকা এলাকার পাক-আফগান সীমান্তের একটি সেনা ক্যাম্পে রকেটটি এসে পড়লে আরো বেশ কিছু সেনা সদস্য আহত হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক ছোড়া রকেটটি রোববার সেনা ক্যাম্পে এসে পড়লে চার সেনা নিহত এবং চারজন আহত হয়।

chardike-ad

বিবৃতিতে বলা হয়, এ হামলার সমুচিত জবাব দিতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং কোন স্থান থেকে রকেট ছোড়া হয়েছে সেটাও চিহ্নিত করেছে। এর আগেও সীমান্তে রকেট হামলার ঘটনা ঘটে।

এ হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন আফগানিস্তানে তালেবান হামলা বেড়ে যাওয়ায় পাকিস্তানকে দায়ী করে কাবুলের নেতারা বিবৃতি দেন। ওই বিবৃতি নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এ জন্য পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকেও তলব করে ইসলামাবাদ।

তথ্যসূত্র : ডন।