দক্ষিণ ভারতে কেরালায় বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ সৌরশক্তিশক্তি বিমানবন্দরের যাত্রা শুরু হয়েছে। প্রদেশটির কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পুরোপুরি সৌরশক্তিতে চলবে। মঙ্গলবার কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চান্দি এ বিমানবন্দরের উদ্বোধন করেন।
ভারত সরকার এরই মধ্যে দেশের অন্যান্য বিমানবন্দরকেও সৌরশক্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে। যুগপত সৌরশক্তির মাধ্যমে দেশের সব বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও আল জাজিরা অনলাইন।