afridiপাকিস্তানের তারকা ক্রিকেটার গর্ব করার মত একটি জায়গায় নিয়ে গিয়েছেন ক্রিকেটকে। ক্রিকেটারদের মধ্যে সেরা মুখ নির্বাচিত হয়েছেন তিনি। এই সমীক্ষণে সেরা বিশে আফ্রিদি ছাড়া নেই অন্য কোনো ক্রিকেটার।

আয়ের দিক থেকে চালানো সমীক্ষণে লিওনেল মেসি নেই সেরা বিশে। সম্প্রতি ফোবর্স ম্যাগাজিন একটি জরিপ পরিচালনা করে। এই জরিপের ক্রিকেটারদের মধ্যে এক মাত্র সেরা বিশে জায়গা পান আফ্রিদি।

chardike-ad

তাও আবার বিশ নম্বরে রয়েছেন পাকিস্তানের চার-ছক্কার রাজা তথা দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। ম্যাগাজিনটির জরিপে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা।

এ নিয়ে ১১ বারের মত শীর্ষস্থানটি ধরে রাখতে সক্ষম হলেন শারাপোভা। আর নার্ভাস পয়েন্টে হলেও ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন।