সর্বোচ্চ আয়ের দিক দিয়ে নারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষস্থান অধিকার করেছেন রাশিয়ান টেনিস সেনশেসন মারিয়া শারাপোভা। এ নিয়ে টানা ১১ বছর শীর্ষস্থান অধিকার করলেন এই গ্লামার গার্ল।
বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
২৮ বছর বয়সী মারিয়া শারাপোভা গত বছর ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেন এবং প্রাইজমানি হিসেবে পান ৬.৭ মিলিয়ন মার্কিন ডলার। তবে গত বছর এই স্বর্ণকেশীর মোট আয় ২৯.৭ মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে।
ফোর্বসের তালিকানুযায়ী আয়ের দিক দিয়ে নারী ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের এক নম্বর র্যাংকিংধারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। দাবি করা হয়, গত বছর তার মোট আয় ২৪.৬ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, নারী ক্রীড়াবিদদের উপস্থিতি, লাইসেন্সিং, নামের উপস্থাপনা, ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ, বেতন ও অন্যান্য কিছু ক্ষেত্র বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।