অনেকে বলে থাকেন, কোনো নারীকে হাসাতে পারলেই নাকি তার ভালোবাসা জয় করতে পারেন একজন পুরুষ। কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম কোনো পুরুষই এখন পর্যন্ত খুঁজে পাননি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আর এই কারণেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারছেন না তিনি।
মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ‘কমেডি সুপারস্টার’ শিরোনামে এক ব্র্যান্ড রিয়েলিটি শো’র সহ বিচারকের দায়িত্ব পেয়েছেন সুস্মিতা সেন। তার সঙ্গে রয়েছেন শেখর সুমন ও সনু সোড। আর এর উদ্বোধনকালে সাবেক এই মিস ইউনিভার্স জানান, তিনি এমন একজন মানুষ খুঁজছেন যিনি হবেন খুবই মজার।
তিনি বলেন, আমি এখনও একজন মানুষ খুঁজছি, যে হবে খুবই মজার। যদি এরকম মজার কাউকে খুঁজে পাই তাহলে আমি তাকে বিয়ে করবো।
ক্যারিয়ারের শুরুতে বলিউডের বিখ্যাত পরিচালক বিক্রম ভাটের সঙ্গে সম্পর্ক হয় সুস্মিতা সেনের।তবে তা বেশিদিন টিকেনি। তিনি দত্তক নেওয়া দুই সন্তানে মা।