Search
Close this search box.
Search
Close this search box.

masrafeeঅস্ট্রেলিয়া সিরিজের আগে টানা দুই সপ্তাহের ছু্টি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্যরা যখন ছুটি কাটাতে পরিবারের সঙ্গে এক হচ্ছেন, তখন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছেলের চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন।

জানা গেছে, ছেলে সাহেল মুর্তজার রোগ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের চিকিৎসকরা। তাই অনেকটা বাধ্য হয়েই ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার। তবে কবে ফিরবেন, সে ব্যাপারে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

chardike-ad

২০১৫ বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ মাশরাফির ছেলে সাহেল মুর্তজা। এরপর যখন দল নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অবস্থান করছেন মাশরাফি, তখনই খবর পান ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ। গুঞ্জন উঠেছিলো, ছেলের কারণে দেশে ফেরত আসবেন তিনি। যদিও শেষপর্যন্ত টুর্নামেন্ট শেষ করেই বাংলাদেশে ফেরেন তিনি। প্রসঙ্গত, এক মেয়ে ও এক ছেলের জনক মাশরাফি বিন মুর্তজা।