Search
Close this search box.
Search
Close this search box.

sarikaস্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত আছেন মডেল ও অভিনেত্রী সারিকা। এক সময়ের আলোচিত এই মডেলের এখন পুরোটা সময়ই কাটছে তার তিন মাস বয়সের কন্যাকে নিয়ে।

সারিকা টিভি নাটক ও বিজ্ঞাপন দুই ক্ষেত্রেই ছিলেন সমান জনপ্রিয়। কিন্তু বিয়ের পর মিডিয়াকে বিদায় জানিয়ে সংসারে মনোযোগী হন তিনি।

chardike-ad

সেই ধারাবাহিকতায় চলতি বছরের ৪ঠা মে কন্যা সন্তানের মাও হন সারিকা। এরপর শুরু হয় সংসার জীবনের নতুন অধ্যায়। এতদিন শুধু স্বামীকে নিয়েই তার জগৎ ছিল। কিন্তু মা হওয়ার পর থেকে সারিকা ব্যস্ত হয়ে পড়েন মেয়েকে নিয়ে।

বর্তমানে মেয়েকে ঘিরেই পুরো সময়টা কাটে জনপ্রিয় এ মডেল-অভিনেত্রীর। সংসারে আসা এই নতুন সদস্যের বয়স এখন তিন মাস।

সংসার জীবন, মেয়ে- এসব নিয়ে তিনি বলেন, বিয়ের পর সংসার নিয়েই আমার ব্যস্ততা যাচ্ছে। আর অন্য কোনদিকে মন দেইনি। এতদিন মাহিমকে ঘিরেই আমার জগৎটা ছিল। এখন যোগ হয়েছে আমার মেয়ে। সারাক্ষণ সে আমাকে ব্যস্ত রাখে। বিছানায় শুয়ে থেকে এখন থেকেই হাত-পা ছোড়াছুড়ি করে সে খেলা করে। তা দেখেই সময় কেটে যায় আমার। ওর নাম রেখেছি সাহরিশ আনায়াহ করিম। সবচেয়ে মজার বিষয় হলো, রুম থেকে বেরিয়ে গিয়ে যখন দরজা পর্যন্ত পৌঁছে যাই তখনই সে মা বলে ডাক দেয়। সন্তানের কাছ থেকে মা ডাক শোনাটা যে কথাটা মধুর সেটা এখন বুঝতে পারছি।