বাস, ট্রেনের পর এবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হলো হেলিকপ্টারের। শনিবার রাতে মস্কোর আকাশে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় দুই আকাশযানের। হেলিকপ্টার দুটি হলো রবিনসন আর ৪৪ ও সি প্লেন। এই দুটি আকাশযানের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে দুজন শিশু রয়েছে ।
সংঘর্ষের সময় হেলিকপ্টারটিতে ছিল চারজন আরোহি। আর সি প্লেনটিতে ছিল আরও চারজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই আটজনের। রবিবার তাদের মৃতদেহ মস্কো থেকে সরিয়ে আনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে ঘটনার সময় উড়জাহাজ দুটিরই গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। হেলিকপ্টারটিতে ছিলেন একই পরিবারের চারজন। তবে হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত সংঘর্ষের কোন কারণ জানা যায়নি।