korean_woman_hijab
সিউলের কনভেনশন এন্ড একজিবিশান সেন্টারে আজ শুক্রবার হালাল খাবারের উপর আয়োজিত এক বানিজ্য মেলার একটি স্টলে মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হিজাব পরিধান করছেন জনৈক কোরিয়ান তরুণী। কোরিয়ায় হালাল খাবারের পাশাপাশি মুসলিম সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। ছবিঃ ইয়নহাপ নিউজ।