আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজন পাইলট এবং ১২ জন সেনা সদস্য।
আলজাজিরা অনলাইনের এক ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণে জাবুল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাদেশিক প্রধান মিরওয়াইজ নুরজাই জানিয়েছেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় আফগান ন্যাশনাল আর্মির হেলিকপ্টারটি।
নুরজাই জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
আফগানিস্তান থেকে গত বছর ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনা চলে যাওয়ার পর এটিই আফগান সেনাবাহিনীর জন্য বড় কোনো দুর্ঘটনা। এখন আফগান সেনাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য অল্পসংখ্যক মার্কিন সেনা দেশটিতে রয়েছে।