অবশেষে দেশ ছেড়ে চলে গেলেন চিত্রনায়িকা নাজনিন আকতার হ্যাপি। তবে কোথায় গেলেন তা স্পষ্ট করে উল্লেখ করেননি তিনি। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক ওয়ালে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন সম্প্রতি ক্রিকেটার রুবেলকে নিয়ে আলোচনায় আসা এই মডেল।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘চলেই যাচ্ছি! আর ফিরবো না এই দেশে। শুভবিদায়!’ সেই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা নিজের ছবি তুল ধরেছেন তিনি। মায়ের সঙ্গে ওঠা কয়েকটি ছবিও তুলে ধরেছেন হ্যাপি।
লেখাটি পড়ে অনেকেই আবার মন্তব্য শুরু করে দিয়েছেন। Himika Nahar নামে একজন লিখেছেন seriously! উত্তরে হ্যাপি লিখেছেন seriously!
এরকম আরো কিছু নিউজঃ
## সবচেয়ে দামি আইটেম গার্ল হ্যাপি!
## রুবেলের কাছে হ্যাপির খোলা চিঠি
## টিভিতে রুবেল সর্ম্পকে যা বললেন হ্যাপি
## রুবেল সম্পর্কে যা বললেন হ্যাপি