সিঙ্গাপুরে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে নান্টু (৩৩) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজীব নামে আরেক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা সিঙ্গাপুরের পতন পাছির এলাকায় রেফালিং কনস্ট্রাকশনে হাউজকিপার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।