হংকংয়ে পুলিশের যৌন নির্যাতনের শিকার এক নারীকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ব্রা (বক্ষবন্ধনী) পরে নারীদের সাথে বিক্ষোভ করেছেন পুরুষরাও। রোববার হংকংয়ের রাস্তায় এ বিক্ষোভের সময় তারা স্লোগান দিতে থাকেন ‘স্তন কোনো অস্ত্র নয়’।
মেইল অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে হংকংয়ে এক বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন নাগ লাই-ইয়ং (৩০) নামে এক নারী। তবে উল্টো ওই নারীর বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, লাই-ইয়ং ইচ্ছা করেই তার স্তন ওই পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে দিয়েছিলেন। এই ‘অপরাধে’ বৃহস্পতিবার আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
আদালতের এই রায়ের প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের বাইরে প্রায় ২০০ নারী-পুরুষ বক্ষবন্ধনী পরে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘স্তন কোনো অস্ত্র নয়’ বলে স্লোগান দিতে থাকেন। তারা আদালতের রায়কে ‘হাস্যকর’ হিসেবেও অভিহিত করেন।