স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন মডেলের স্মার্টফোনে প্রমোশনাল মূল্য ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। প্রমোশনাল মূল্য অফারের আওতায় বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে স্যামসাং স্মার্টফোন। অফারের আওতায় স্যামসাংয়ের সর্বাধুনিক স্যামসাং গ্যালাক্সি এস ৬ স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪৪,৯০০ টাকায় (যার পূর্ববর্তী মূল্য ৬৯,৯০০ টাকা)।
এ ছাড়া গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম পাওয়া যাচ্ছে ১৪,৯০০ টাকায় (পূর্ববর্তী মূল্য ১৯,৯০০ টাকা), গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাচ্ছে ৬,৯৯০ টাকায় (পূর্ববর্তী মূল্য ৭,৯৯০ টাকা) এবং স্যামসাং জেড ১ এর মূল্য ৫৯৯০ টাকা (পূর্ববর্তী মূল্য ৬,৯০০ টাকা)। গালাক্সি কোর ২ স্মার্টফোনটিও পাওয়া যাচ্ছে হ্রাসকৃত মূল্যে ৯,৯৯০ টাকায়।
বর্তমান অফারে আওতায় স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৪ ট্যাব পাওয়া যাচ্ছে ৫০,০০০ টাকায় (যার পূর্ববর্তী মূল্য ৮০,০০০ টাকা)।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী এই প্রমোশনাল অফার সম্পর্কে বলেন, ‘আমরা সকল গ্রাহককে স্মার্টফোন ব্যবহারের অতুলনীয় অভিজ্ঞতা দিতে চাই। আমরা সবসময় আমাদের অফারগুলো প্রসারে সচেষ্ট এবং আমাদের পণ্যগুলোকে সহজলভ্য করতে বদ্ধপরিকর। এই রকম প্রমোশনাল অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।’
এ ব্যাপারে আরো তথ্য জানা যাবে ০৯৬১২ ৩০০৩০০ নম্বরে ফোন করে অথবা নিকটস্থ স্যামসাং স্টোরে ভিজিট করে।