Search
Close this search box.
Search
Close this search box.

cristianoআর্জেন্টাইন তারকা ও বার্সা গোলমেশিন লিওনেল মেসি অনেক আগেই খেলে গেছেন ঢাকাতে। এবার না-কি আসছেন আরেক গোলমেশিন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে শর্ত রয়েছে। তাকে ঢাকায় আনতে হলে খরচ করতে হবে অন্তত ২৫ কোটি টাকা।

এ শর্ত পূরণ হলেই নভেম্বরে পর্তুগালের সঙ্গে আফ্রিকার একটা দলের প্রীতি ম্যাচের ভেন্যু হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কিন্তু ২৫ কোটি টাকা কোথায় পাবে বাংলাদেশ ফুডবল ফেডারেশন (বাফুফে)?

chardike-ad

এই প্রশ্ন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তিনি বলেছেন, এজেন্ট প্রস্তাব দিয়েছে। কিন্তু টাকার অংকটা অনেক বেশি। ১০ থেকে ১২ কোটি হলে হয়তো ভালো করে চেষ্টা করা যেতো। তারপরও দুই-একটা স্পনসরের সঙ্গে কথা বলা যেতে পারে।

তবে বাফুফেই ৩০ কোটি টাকারও বেশি খরচ করে ঢাকায় মেসির আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজন করেছিল।

সফল আয়োজনের পর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলকে ঢাকায় আনার প্রস্তাব দিয়েছিল এজেন্ট। আর্থিক কারণে কোনো প্রস্তাবই গৃহীত হয়নি।