ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) লংগার ভার্সন এখন নানাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জাতীয় দলের চাহিদার ভিত্তিতে বিসিএল টুর্নামেন্টটি প্রতি মৌসুমে একই সময়ে আয়োজিত হচ্ছে না। এবার যেমন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার কথা ছিল বিসিএল লংগার ভার্সন টুর্নামেন্ট।
কিন্তু অস্ট্রেলিয়া সফর সামনে রেখে সেপ্টেম্বরেই বিসিবি শুরু করে দিতে চায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি।
রোববার সংবাদ সম্মেলনেই এর ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরে।
সেপ্টেম্বরেই বিসিএল খেলা সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন, “সকালেই শুনলাম এটা। এমন হলে খুব ভালো হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো টেস্ট খেলতে হবে আমাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবটা খেলা হলো না। এমন অবস্থায় বিসিএল হলে আমাদের প্রস্তুতি খুব ভালো হবে।”
পরে সেপ্টেম্বরে বিসিএল শুরু করার তথ্যের সত্যতাও পাওয়া গেছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছেন, “আমরা চাইছি, সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে বিসিএল শুরু হয়ে যাক। অস্ট্রেলিয়া আসবে ২৮ তারিখে। সে ক্ষেত্রে দুটি রাউন্ড খেলতে পারবে ছেলেরা। না হলে এক রাউন্ড অন্তত যেন জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারে।”
কয়েক দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। ফ্র্যাঞ্চাইজিদের সাড়া পাওয়ার ক্ষেত্রেও আশাবাদী আকরাম খান।