sulineউত্তর কোরিয়া জানিয়েছে, আটক কানাডার যাজক হিওন সু লিম দেশটির সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। একই সঙ্গে তিনি সেখানে একটি খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠারও পরিকল্পনা করছিলেন। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বুধবার এ তথ্য জানিয়েছে।

গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়া সফরে যাওয়ার পর টরেন্টো ভিত্তিক গির্জার যাজক ৬০ বছর বয়সি লিমকে আটক করা হয়। ত্রাণকাজের কথা বলে তিনি উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন । দক্ষিণ কোরিয়া বংশোদ্ভূত ও কানাডার নাগরিক লিম ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত শতাধিকবার উত্তর কোরিয়া সফর করেছেন। তিনি সেখানে একটি এতিখানা ও পরিচর্যা কেন্দ্র তৈরীতে সাহায্য করেছেন।

chardike-ad

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কেসিএনএ জানিয়েছে, গত বৃহস্পতিবার পাদ্রি সু লিম স্বীকার করেছেন, তিনি পিয়ংইয়ং সরকার উৎখাত করে সেখানে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ ছাড়া, উত্তর কোরিয়ার পক্ষত্যাগীদের সহায়তা দেয়ার কাজে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করার কথাও স্বীকার করেছেন লিম।

এদিকে, কানাডার পররাষ্ট্র দফতর লিম’এর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।