Search
Close this search box.
Search
Close this search box.

samsung flএলজি ফ্লিপ স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দেওয়ার এক দিন পরেই ফ্লিপ স্মার্টফোন নিয়ে আসার কথা জানিয়েছে স্যামসাং। গ্যালাক্সি ফোল্ডার নামের এই ফ্লিপ স্মার্টফোনের কথা স্যামসাং ২০১৩ সালে জানালেও এর বিক্রি শুরু হচ্ছে আসছে আগস্ট মাসে। এলজির মতোই স্যামসাংও দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু করতে যাচ্ছে এই স্মার্টফোন। ৩.৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ফিজিক্যাল কিপ্যাড, ৮ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ, ৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, ১৮০০ এমএএইচ ব্যাটারি, থ্রিজি, ফোরজি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ প্রভৃতি ফিচারে সমৃদ্ধ এই ফোনটি ২৫০ ডলারের কাছাকাছি মূল্যে বিক্রি হবে বলে জানিয়েছে স্যামসাং।