সফলভাবে সম্পন্ন হয়েছে অভিনেত্রী দিতির অস্ত্রোপচার। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) তার অস্ত্রোপচার হয়।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়।
স্ট্যাটাসে তিনি লিখেন, মহান আল্লাহর অনেক অনেক শোকর, সবার প্রিয় অভিনেত্রী দিতির অপারেশন সফল হয়েছে। আশা করি খুব শিগগির সে সুস্থ হয়ে উঠবে। এছাড়াও তিনি বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অন্যদিকে দিতির মেয়ে লামিয়া চৌধুরী বলেন, ডাক্তার বলেছেন, মা এখন আশংকামুক্ত। তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। তিনি এখন অচেতন অবস্থায় রয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকালের মধ্যেই মায়ের জ্ঞান ফিরবে ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে চিকিৎসার উদ্দেশ্যে গত ২৫ জুলাই ঢাকা ছাড়েন দিতি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি।