Search
Close this search box.
Search
Close this search box.

Gold-Barsগত দুই সপ্তাহ ধরে ক্রমাগত দর পড়ে যাওয়ার ফলে কি সোনা জমানোর কথা ভাবছেন? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সস্তায় কিস্তিমাত করার সঠিক সময় এখন নয়।

গত বৃহস্পতিবার দাম কিছুটা উঠলেও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এখনো দুর্ভবনা শেষ হয়নি। তাদের মতে, এই মুহূর্তে ১০৮০ ডলার সাপোর্ট লেভেলের খুব কাছাকাছি থাকলেও কিছু দিনের মধ্যে এই মাত্রা ছাপিয়ে গেলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো ৪-৮ শতাংশ পড়ার সম্ভাবনা রয়েছে।

chardike-ad

তবে সোনার দাম কমলেও তা আর বেশি নিচে নামবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের ব্যাখ্যা, প্রতি ট্রয় আউন্স ১০০০ ডলারে পৌঁছলে তা সাধারণত দীর্ঘ মেয়াদি হয়। লগ্নিকারী সংস্থা জিওজিট কমট্রেড-এর অধিকর্তা সি পি কৃষ্ণান জানিয়েছেন, ‘এটা আসলে সোনা উৎপাদনের খরচ।’ তবে তা হলেও দাম ওঠার পথে বহু বাধা রয়েছে।

ইনডিপেন্ডেন্ট কমোডিটিস-এর বিশ্লেষক রাম পিত্রের মতে, ‘সোনা বাজারের বুল অপারেটররা লোকসানের মুখ দেখছেন। একবার সোনার দাম উঠলে তারা ঘাটতি মেটাতে ঝাঁপিয়ে পড়বেন। ফলে দাম দ্রুত চড়ার পথে বড় বাধা তৈরি হবে।’
তাদরে মতে, আরো দুই তিন মাস অপেক্ষা করাই ভালো।