razzak-gaziচলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পাননি স্পিনার আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। তাই সময়টা মাঠের বাইরেই কাটছে এই দুই স্পিনারের। তবে আগস্ট মাসের শুরুতে দু`জনই খেলার সুযোগ পেতে যাচ্ছেন। ৯ আগস্ট কুয়ালালামপুরের কিনরারা একাডেমি মাঠে নেপাল জাতীয় দলের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। বিসিবি জানিয়েছে, সে ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের এই দুই তারকা।

গত ১২ মে ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো নেপাল। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে মালয়েশিয়া। নেপাল জাতীয় দলের বিপক্ষে সেই প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী।

chardike-ad

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালিদের সাহায্যার্থেই মূলত এই প্রীতি ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। ম্যাচ থেকে অর্জিত অর্থ জমা দেওয়া হবে নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ম্যাচে নেপালের হয়ে তাদের জাতীয় দলই খেলবে। বিশ্ব একাদশ গড়া হবে সাবেক-বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে।

এরকম আরো কিছু নিউজঃ


## তবলীগ জামাতে তামিম ও অনন্ত জলিল!

## বাবা হচ্ছেন সাকিব আল হাসান!

## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

## বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন ক্ষেত মজুর!

## এবার ওয়ানডেতেও ট্রিপল সেঞ্চুরি!

## যে তিন ক্রিকেটার কুরআনের হাফেজ

## ক্রিকেট ইতিহাসে অলস ৫ ক্রিকেটার