অনলাইন প্রতিবেদক, ১১ এপ্রিল, ২০১৩:
কোরিয়ায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত একজন ছেলে বা মেয়েকে মানুষ করতে পিতামাতার খরচ করতে হচ্ছে ৩০০ মিলিয়ন উওন যা টাকার হিসেবে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা। কোরিয়ার স্বাস্থ্য এবং কল্যাণ মন্ত্রণালয় কোরিয়ার বিভিন্ন এলাকায় ১৮ হাজার পরিবারের উপর জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে। ২০১২ সালে করা এই জরিপে দেখা যায় একটি বাচ্চার জন্য প্রতি মাসে প্রায় ১.১৯ মিলিয়ন খরচ করতে হয়।

মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয় এই খরচের মধ্যে পড়াশোনার খরচ ছাড়াও বাচ্চার অন্যান্য যাবতীয় খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাচ্চাদের বড় করার জন্য এত খরচ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে নিন্ম জন্মহার। সরকার জন্মহার বৃদ্ধির লক্ষ্যে সরকারী এবং বেসরকারী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।