সৌদি আরবের জেদ্দার একটি পার্কে এক দল যুবকের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন দুই তরুণী। কর্নিসি নামের একটি পার্কে সম্প্রতি এই ঘটনা ঘটে।

এ নিয়ে সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আরব নিউজ তাদের পত্রিকায় প্রকাশ করেছে।

chardike-ad

এতে দেখা যাচ্ছে, পার্কের মধ্যে ওই দুই তরুণী হেঁটে যাচ্ছেন। এক সময় সামনে ও পেছন থেকে একদল বখাটে তাদের গতিরোধ করে। তারে বিরক্ত করা শুরু করে। বার বার চেষ্টা করেও বখাটেদের সাথে পেরে উঠতে পারছিলেন না তারা।

আরব নিউজ জানিয়েছে, ইতোমধ্যে যারা ভিডিওটি দেখেছেন তারা কর্তৃপক্ষকে এই আপত্তিকর সংকট উত্তরণে শিগগির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।