anontoআলোচিত সমালোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দর্শক এতদিন তার অভিনয় দেখে অভ্যস্থ থাকলেও এবারই প্রথম কোনো অনুষ্ঠানে নিজ কণ্ঠে গান গাইলেন তিনি।

বেসরকারী রেডিও নেক্সট এফএম- এর এক্সক্লুসিভ অনুষ্ঠানে গান পরিবেশন করেন এ অভিনেতা। শুধু গান নয় প্রথমবারের মতো নিজের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে আনুষ্ঠানিকভাবে প্রেম নিবেদন করলেন অনন্ত জলিল। তবে বর্ষাও কম যাননি!

chardike-ad

অনন্ত-বর্ষার ধারণকৃত এই এক্সক্লুসিভ প্রোগ্রামটি প্রচারিত হয় ২০ জুলাই, সোমবার রাত ৯টা ৩০ মিনিটে রেডিও নেক্সট ৯৩.২ এফএম-এ।

এ অনুষ্ঠানের বর্ষাকে প্রেম নিবেদন ও গান গাওয়ার অংশটুকু এফএম রেডিওটির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পেজে শেয়ার করা হয়েছে। পাঠকদের জন্য এ ভিডিওটি শেয়ার করা হলো।