ইমরুল কায়েস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান। যিনি পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে রেকর্ড রানের জুটি গড়েছিলেন। এবার মাঠের বাইরেও তিনি ছোটখাটো রেকর্ড গড়েছেন। ক্রিকেটে তার অভিষেক হয়েছে অনেক আগে। এবার অভিষেক হলো অভিনয়ে।
জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বিপরীতে ‘ফুলকুমারি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন ইমরুল কায়েস। নাটকটি পরিচালনা করেছেন জামাল উদ্দিন। বিজরী বরকতুল্লাহ ও কায়েস ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাদিয়া, মঈনসহ অনেকে।
নাটকে অবশ্য ইমরুল কায়েসকে ক্রিকেটার হিসেবেই দেখানো হয়েছে। বাসায় একদিন তার সঙ্গে দেখা হয়। বিজরী তার ভক্ত। কথাবার্তার এক পর্যায়ে বিজরী তার অটোগ্রাফ নেয়। খুব অল্প সময়ের উপস্থিতি। তবে ইমরুল তার কাজটা খুব ভালো ভাবেই করেছে।
ঈদে নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে।