বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০০৯ সালের ৬৭.২ শতাংশ থেকে বেড়ে ২০১৩ সালে ৭০.৪ বছরে দাঁড়িয়েছে। অন্যদিকে পল্লীতে মরনশীলতা বেশি বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।
মঙ্গলবার দুপুরে বিবিএসের মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানানো হয। অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইডি সচিব কানিজ ফাতেমা।
বিবিএসের জরিপে বলা হয়েছে, দেশে পুরুষের চেযে মহিলাদের গড় অায়ু বেশি। পুরুষের আযু যেখানে ৬৮.৮ বছর, আর মহিলাদের ৭১.২ বছর। বেড়েছে বর্গকিলোমিটার প্রতি জনসংখ্যার ঘনত্ব। ২০০৯ সালে এটি ছিল ৯৯৩ জন। যা ২০১৩ সালে ১ হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। আর জনসংখ্যা হলো ১৫ কোটি ৪৭ লাখ। ২০০৯ সালে ছিল ১৪ কোটি ৬৭ লাখ।
জরিপ অনুযায়ি, গত পাঁচ বছরে দেশে জন্মের হার অনেক কমেছে। ২০০৯ সালে প্রজনন হার ছিল ২.১৫। ২০১৩ সালে হযেছে ২.১১। আর বাংলাদেশে প্রতি হাজারে ৯ জন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। মহিলাদের চেয়ে পুরুষের মধ্যে প্রতিবন্ধি হার বেশি। প্রতি হাজারে পুরুষ ৯.৭ জন এবং মহিলা ৮.২ জন প্রতিবন্ধী।