amlaএবি ডি ভিলিয়ার্স ছিলেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক। প্রিয়তমা স্ত্রীর প্রসবকালীন সময়ে পাশে থাকতে তিনি ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছেন। তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হন হাশিম আমলা। আজ ভারপ্রাপ্ত অধিনায়কের কাঁধে বাংলাদেশের কাছে সিরিজ হারের বিরাট ‘ভার’। যেটা থেকে নিঃসন্দেহে মুক্ত হতে চাচ্ছেন তিনি।

কারণ, যে বাংলাদেশের কাছে তারা এর আগে মাত্র একবার হেরেছিল। তারা এবার সেই বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৯ উইকেটের বড় ব্যবধানে সফরকারীদের হারিয়েছে বাংলাদেশ। এমন হারে যারপরনাই হতাশ হাশিম আমলা।

chardike-ad

ম্যাচ শেষে প্রেজেন্টশন সিরিমনিতে হতাশাই ঝরল তার কণ্ঠে, ‘প্রকৃতপক্ষে খুবই হতাশ আমরা। আসলে আমরা কন্ডিশন বুঝতে ভুল করেছি। তবে বাংলাদেশ নিঃসন্দেহে ক্রেডিট পাওয়ার যোগ্য। আজ আমরা খুব তাড়াহুড়ো করেছি এবং ভালো ক্রিকেট খেলতে পারিনি। তবে উইকেট কেমন হবে সে সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছি। টেস্ট ক্রিকেট ভিন্ন বলের খেলা। আশা করছি টেস্টে আমরা ঘুরে দাঁড়াতে পারব। টেস্টে দলে আরো কয়েকজন খেলোয়াড় যোগ দিবেন।’