অধঃস্তন নারী কর্মচারীকে ‘যৌন উস্কানিমূলক প্রশ্ন’ করার দায়ে জনৈক কোরিয়ান নারীকে ৫০ লাখ উওন জরিমানা করেছে সিউলের একটি নিম্ন আদালত। তবে বাদী কিংবা বিবাদী কারও নাম-পরিচয়ই প্রকাশ করা হয় নি। ‘সমলিঙ্গ যৌন হয়রানি’র ঘটনায় আদালতের এমন রায়কে ‘বিরল’ বলে মন্তব্য করেছে কোরিয়ার গণমাধ্যম।
আদালত তাঁর রায়ে বলেন, অভিযুক্ত নারী ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ কৌতুক করার মাধ্যমে অভিযোগকারীনির মানবীয় মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।
উক্ত নারীর (বিবাদী) বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন তিনি তাঁর অধীনে কর্মরত ওই নারীর (বাদী) ঘাড়ে আঁচড় দেখে জানতে চান যে আগের রাতে সে কোন ছেলের সাথে কি করেছে। এ সময় তিনি ওই নারীর কোন সন্তান আছে কিনা তাও জানতে চান এই বলে যে, “তোমার চুল দেখে প্রসূতি মায়ের মতো লাগছে।”
ভুক্তভোগী নারী এই হয়রানির ঘটনা চাকুরিদাতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানালেও তারা প্রাথমিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ করে নি। পরে ওই নারী সে চাকুরি ছেড়ে দেন।
মাস চারেক পর ভুক্তভোগী নারী উক্ত প্রতিষ্ঠানের কাছে পুনরায় বিচারের আশায় অভিযোগ করেন। এ যাত্রায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত নারীকে শাস্তিস্বরূপ ‘কঠোর ভর্ত্সনা’ করে দেয়।
এরপর অভিযুক্ত নারী অভিযোগকারীনির কাছে দুঃখপ্রকাশ করেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাঁকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ মাসের বেতন প্রদানের প্রস্তাব দেয়। তবে ভুক্তভোগী নারী এই প্রস্তাব গ্রহণ না করে ওই অভিযুক্ত নারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ের বিপক্ষে ৩ কোটি উওনের ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন।