নিজের পরবর্তী সিনেমার নায়িকার সন্ধানে বায়োডাটা চেয়ে পাঠিয়েছিলেন তিনি। আর তাতেই হয়েছে বিপাক। সার্ভার ক্র্যাশ করে গেল বলিউডের মহাতারকা আমির খানের।
গত সপ্তাহে আমির খান প্রোডাকশনস টুইটার ও ফেসবুকে নতুন মুখের খোঁজে একটি বিজ্ঞাপন পোস্ট করে। যেখানে পরবর্তী ছবির জন্য ১২ থেকে ১৭ বছর বয়সী গান গাইতে পারে এমন মেয়েদের বায়োডাটা চাওয়া হয়েছিল। সঙ্গে নিজের গাওয়া গানের একটি ভিডিও পাঠাতে বলেছিলেন আমির।
সঙ্গে সঙ্গে টুইটার এবং ফেসবুকে আছড়ে পড়ে বায়োডাটার সুনামি। আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ! আমির খানর প্রোডাকশনস-এর মাধ্যমে বলিউডে পা রাখার এই সিঁড়িকে ব্যবহার করতে হুড়োহুড়ি পড়ে যায় হবু নায়িকাদের মধ্যে। সোশাল মিডিয়ায় ওই বিজ্ঞাপন পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে ৩0 হাজার বায়োডাটা জমা পড়ে। ফলে অচিরেই ক্র্যাশ করে আমিরের অফিসের সার্ভার।