দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের সুবাদে রেটিং ও পয়েন্ট বাড়লো ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের।
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের রেটিং ও পয়েন্ট ছিলো যথাক্রমে ৯৩ ও ২৮৬৮। প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয়টি জয় পাওয়ায় বাংলাদেশের রেটিং ও পয়েন্টে এখন যথাক্রমে ৯৪ ও ৩০৯২। ফলে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে নিজেদের অবস্থান এখন পাকাপোক্ত করলো টাইগাররা।
১১২ রেটিং ও ৫১৩১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিলো চতুর্থস্থানে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম দুম্যাচ শেষে তাদের রেটিং কমে গেছে। চতুর্থস্থান ধরে রাখা প্রোটিয়াসদের বর্তমানে রেটিং ও পয়েন্ট যথাক্রমে ১১১ ও ৫৩১৬।
এছাড়া ১২৯ রেটিং নিয়ে যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১১৫। ১১২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং :
১. অস্ট্রেলিয়া ৩৮ ৪৮৯৯ ১২৯
২. ভারত ৫০ ৫৭৫০ ১১৫
৩. নিউজিল্যান্ড ৪২ ৪৭১০ ১১২
৪. দক্ষিণ আফ্রিকা ৪৮ ৫৩১৬ ১১১
৫. শ্রীলংকা ৫৬ ৫৮৪৮ ১০৪
৬. ইংল্যান্ড ৪৭ ৪৫৯২ ৯৮
৭. বাংলাদেশ ৩৩ ৩০৯২ ৯৪
৮. পাকিস্তান ৪৬ ৪০৭১ ৮৯
৯. ওয়েস্ট ইন্ডিজ ৩৫ ৩০৯৪ ৮৮
১০. আয়ারল্যান্ড ১১ ৫৪৯ ৫০
১১. জিম্বাবুয়ে ৩২ ১৩৮৭ ৪৩
১২. আফগানিস্তান ১৫ ৬১৮ ৪১