Search
Close this search box.
Search
Close this search box.
চোং ওয়া দে'তে সকালে সরকারের নীতিনির্ধারকদের সাথে নিয়মিত বৈঠকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট পার্ক গুণ হে।
চোং ওয়া দে’তে সকালে সরকারের নীতিনির্ধারকদের সাথে নিয়মিত বৈঠকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট পার্ক গুণ হে।

কোরিয়ার স্বাধীনতা লাভের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী মাসে কারাবন্দীদের জন্য বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পার্ক গুণ হে। আজ সোমবার রাষ্ট্রপতি ভবন চোং ওয়া দে’তে সরকারের নীতিনির্ধারকদের সাথে এক নিয়মিত বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানী ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা কোরিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট মুক্তি লাভ করে। সেই থেকে দিনটি কোরিয়ায় স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

chardike-ad

প্রেসিডেন্ট পার্ক এ বিষয়ে তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় উন্নয়ন তরান্বিত করতে ও জাতীয় ঐক্য গড়ে তুলতে আমাদের এমন ক্ষমার উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।”

এ সময় পার্ক সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এ সংক্রান্ত নিয়মকানুন খতিয়ে দেখার ও সম্ভাব্য ক্ষমাপ্রার্থীদের তালিকা প্রস্তুতির নির্দেশনা দেন।