আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিরূপ প্রভাব পড়েছে। আর সেই সন্ত্রাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসীরা সিলেটে শিশু রাজনকে নির্মমভাবে হত্যা করেছে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা ও তার ছেলের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে। খালেদা জিয়ার হুকুমেই ঘুমন্ত মানুষকে পেট্রলবোমা দিয়ে হত্যা করা হয়েছে। যার নেতিবাচক প্রভাব সমাজে পড়েছে। খালেদার সন্ত্রাসে উজ্জীবিত হয়েই সিলেটের ওই শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ফখরুলের জামিন চান কি না সন্দেহ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে যে বৈঠক হলো সেখানে উনি (খালেদা) ভাঙ্গনের সুর দিয়েছেন। তাদেরকে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে গিয়ে মন্ত্রী হন।’
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘লজ্জা থাকলে তাদের (বিএনপি নেতাদের) বিএনপি ছেড়ে দেয়া উচিত। খালেদা জিয়া চাইছেন ২১ আগস্ট তারেক জিয়ার সঙ্গে যারা গ্রেনেড হামলায় জড়িত ছিলেন তাদের পাশে রাখতে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘হজ নিয়ে আপনি (খালেদা) রাজনীতি করবেন না। ওমরাহ পালনের নামে সৌদি আরবে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়াই ছিল আপনার উদ্দেশ্য। সে ষড়যন্ত্র ভেস্তে গেছে।’
প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
সৌজন্যেঃ বাংলামেইল