Cosmeticsসস্তা ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ব্যবহারে সৌদি আরবের দাম্মামে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব প্রসাধনী ব্যবহারে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে উল্লেখ করে স্থানীয় চিকিৎসকরা বলেছেন, এসব প্রসাধনী ব্যবহারের ফলে চর্মরোগ, চুল পড়া এবং ক্যান্সারের মত নানা ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়।

chardike-ad

সৌন্দর্য বিশেষজ্ঞ এবং একটি মহিলা কর্মশালার প্রধান সোয়া আল ধাইলান বলেছেন, এসব সস্তা প্রসাধনী একটি বড় সমস্যা। শরীরে ব্যবহার্য প্রসাধনী সম্পর্কে আমরা সব সময়ই সবাইকে সচেতন করে থাকি।

সৌন্দর্য বিশেষজ্ঞ নাজি মাজদাই সতর্ক করে বলেছেন, এসব পুরানো ও নিন্মমানের প্রসাধনী চুল পড়ার অন্যতম কারণ। যা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা হয়ে থাকে।

সৌদি আরবের চর্মরোগ বিশেষজ্ঞ আলী আবদুল রহমান বলেছেন, বর্তমানে দাম্মাম অঞ্চলে চর্মরোগীদের পরিমাণ বাড়ছে। যার কারণ হচ্ছে, প্রসাধনীতে ক্ষতিকারক পদার্থ ব্যবহার। তবে সৌদি খাদ্য ও ড্রাগ নিরীক্ষা কর্তৃপক্ষ এসব প্রসাধনী সম্পর্কে সতর্ক ও নিরীক্ষা করছে।