Search
Close this search box.
Search
Close this search box.

eid-namajইসলামিক স্টেট (আইএস) এবার ঈদ উল-ফিতর-এর নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। ইরাকের আইএস অধিকৃত মসুলের অধিবাসীদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে তারা। 

ঈদের নামাজ পড়া ইসলাম স্বীকৃত নয় এবং মহানবী নিজেই এই নামাজ আদায় করেননি জানিয়ে এই আদেশ জারি করেছে আইএস। 

chardike-ad

কুর্দিস্তান ডেমোক্রিটিক পার্টির (কেডিপি) একজন মুখপাত্র এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ইরাকের উত্তরাঞ্চলের মসুল দখলে নেয় আইএস। তারপর থেকেই অধিবাসীদের ওপর নিত্য নতুন বিধিনিষেধ চাপিয়ে দিয়ে আসছে তারা। আর তা না মানলে শারীরিক শাস্তি থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় আইএস।