একটি সক্রিয় আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে ইন্দোনেশিয়ায় পাঁচটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫০টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে বিস্ফোরণ অব্যাহত রয়েছে মাউন্ট রাউং আগ্নেয়গিরির। উদগিরিত ছাইয়ের কু-লী মেঘের সঙ্গে মিশে আকাশে ধোয়াশার সৃষ্টি করেছে, যা বিমান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। এই অবস্থায় পর্যটন অঞ্চল বালির বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে, এনগুরাহ রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট), নটোহাডিনেগোরো এয়ারপোর্ট, বেলিমবিংসারি এয়ারপোর্ট এবং লোমবোক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদা তাদের ফ্লাইট বন্ধ রাখার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এই সময়ে বালি ও লোমবোকে পর্যটকদের ভিড় থাকে। কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় অনেক যাত্রী ও পর্যটক আটকা পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা।