ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে কোরিয়ার বিরোধী দলীয় এক সাংসদকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আপীল আদালত। এর আগে নিম্ন আদালতের এক রায়ে তাঁকে নির্দোষ বলে রায় দেয়া হয়েছিল। পার্ক জি উওন নামের ওই সাংসদ কোরিয়ার প্রধান বিরোধী জোট নিউ পলিটিক্স অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য।
তবে সিউলের উচ্চ আদালত এই সাজা দুই বছরের জন্য স্থগিত রাখারও আদেশ দিয়েছেন। ফলে এই দুই বছরের মধ্যে তিনি নতুন করে কোন ঝামেলায় না জড়ালে তাঁকে জেলের ঘানি টানতে নাও হতে পারে।
৭৩ বছর বয়সে এই সাংসদের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রমাণিত হওয়া অভিযোগ বলছে, তিনি ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে একাধিক ব্যাংকার ও একজন ব্যবসায়ীকে ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার বিনিময়ে তাদের কাছ থেকে মোট ৮ কোটি উওন অর্থ হাতিয়ে নেন।