Search
Close this search box.
Search
Close this search box.

মরণঘাতী ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ পরবর্তী পরিস্থিতির মোকাবেলায় ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এ কথা জানিয়েছে।

কোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী শিন ডং ইক।
কোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী শিন ডং ইক।

চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইবোলা রিকভারি কনফারেন্স। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এতে সভাপতিত্ব করবেন। সেখানে কোরিয়ান প্রতিনিধি দলের পক্ষে দেশটির বহুপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী শিন ডং-ইক এ অনুদান প্রদানের ঘোষণা দেবেন।

chardike-ad

ইবোলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ গায়ানা, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের নেতারা  সম্মেলনে অংশ নেবেন। আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া গত বছরও মরণঘাতী এ ভাইরাসের মোকাবেলায় ৫০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিল।