মরণঘাতী ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ পরবর্তী পরিস্থিতির মোকাবেলায় ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এ কথা জানিয়েছে।
চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইবোলা রিকভারি কনফারেন্স। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এতে সভাপতিত্ব করবেন। সেখানে কোরিয়ান প্রতিনিধি দলের পক্ষে দেশটির বহুপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী শিন ডং-ইক এ অনুদান প্রদানের ঘোষণা দেবেন।
ইবোলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ গায়ানা, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের নেতারা সম্মেলনে অংশ নেবেন। আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া গত বছরও মরণঘাতী এ ভাইরাসের মোকাবেলায় ৫০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিল।