bsfমহিলাকে বিবস্ত্রকে মারধর করার অভিযোগ উঠল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক জওয়ানের বিরুদ্ধে। শুধু মারধর নয়, ওই মহিলার গোপনাঙ্গে আঘাত করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উত্তর ২৪ পরগণার বাগদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনায় ওই অভিযুক্ত বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই বিষয়ে প্রথমে পুলিশের কাছে গেলেও কোনো অভিযোগ পুলিশ নেয়নি।

chardike-ad

অভিযোগ, বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে ওই মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হয়।