চীনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে।
সিনহুয়া খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশের জিয়ান্দি শহরের তংইউং বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে সাতজন যাত্রী ছিল বলে খবরে উল্লেখ করা হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।