ভারতীয় বাংলা, হিন্দি গানসহ উপমহাদেশের যেকোনো দেশের সিনেমার গান মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এ সব গান ব্যবহারকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।