স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে তাকে। তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

Noticeআজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

chardike-ad

এই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন খন্দকার মোশাররফ হোসেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সৈয়দ আশরাফুল ইসলামের দপ্তর হারানোর বিষয়ে প্রতিবেদন করেছিল দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। সেদিন ওই গুঞ্জনকে গুজব বলে উল্লেখ করেছিলেন সৈয়দ আশরাফ। তিনি বলেছিলেন, দপ্তর হারানোর বিষয়ে তিনি কিছু জানেন না। এ ছাড়া মন্ত্রিপরিষদে কোনো রদবদল হচ্ছে কি না, এমন খবরও তার জানা নেই।