দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফিরা ৫২ রানের বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সাত ম্যাচ ইয়ুথ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
রবিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ক্ষুদে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন উইয়ান মাল্ডার। বাংলাদেশের যুবাদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল হালিম।
পরে ১৮৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্ষুদে টাইগাররা। দলের পক্ষে দুই ওপেনার জয়রাজ শেখ ৫০ ও পিনাক ঘোষ ৬০ রান করে আউট হন। পরে নাজমুল হোসেন শান্ত (২৩ রান) ও মেহেদী হাসান মিরাজ (১৫ রান) বাংলাদেশের জয় নিশ্চিত করেন।