বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৪৯ রানের টার্গেট দিয়েছে দ. আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে অতিথিরা। রিলি রোশো ৩১ এবং ডু প্লেসিস ৭৯ রানে অপরাজিত থাকেন। ১২তম ওভারে ৩৫ বল খেলে অর্ধশতক করেন অধিনায়ক ডু প্লেসিস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অতিথি দলের অধিনায়ক ডু প্লেসিস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় আজ রোববার দুপুর ১টায় খেলাটি শুরু হয়।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে (২) সাজঘরে ফেরান আরাফাত সানি। ক্যাচটি লুফে নেন অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। ৪র্থ ওভারের শেষ বলে লিটন দাসের সহযোগিতায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান ডি কককে (১২) আউট করেন নাসির হোসাইন।
দলীয় ৭৭ রানে ১১.২ ওভারে জিন-পল ডুমিনিকে (১৮) সাজঘরে ফেরালেন আরাফাতন সানি। বাউন্ডারি লাইনের কাছে অসাধারণ ক্যাচটি লুফে নেন নাসির হোসাইন। ১৩.২ ওভারে ডেভিড মিলারকে (১) এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান।
বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, সোহাগ গাজী, মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং আরাফাত সানি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
কুইন্টন ডি কক, রিলি রোশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জিন-পল ডুমিনি, ডেভিড ওয়াইসি, ওয়াইনে পার্নেল, কেইল অ্যাবোট, অ্যারন ফ্যানগিসো এবং কাগিজু বারাদা।