কোপা আমেরিকার ফাইনাল খেলা চলাকালে চিলির সমর্থকেরা হামলা চালিয়েছে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির পরিবারের সদস্যদের ওপর। সান্টিয়াগোতে শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার সকালে) ফাইনালের প্রথমার্থে এই হামলা চালানো হয়।
উত্তপ্ত বাক্য বিনিময়ের পর চিলির এক ফ্যান মেসির বড়ভাই রড্রিগোর ওপর হামলা চালায়। এরপর পুরো পরিবারটি নিজেদের নিরাপত্তার জন্য একটি টেলিভিশন কেবিনে সরে যায়।
আর্জেন্টিনার স্টাইকার সার্গেও অ্যাগুয়েরোর পরিবার সদস্যরাও চিলির ফ্যানদের হাতে অপদস্ত হয়েছেন।
এদিকে মাঠে মেসি প্রতিপক্ষের ডিফেন্ডারদের হাতে কঠোর ট্রিটমেন্টের কবলে পড়েছেন। চিলির ডিফেন্ডার মেডেল প্রথমার্ধে মেসির বুকে একটি মারাত্মক কিক করেন।