অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রির অভিযোগে দুই সহযোগীসহ এক কোরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান-২ এর সুরা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব-২ এর একটি দল শনিবার ভোর রাতে রাজধানীর গুলশান-২ এর সুরা রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে ১০৮ ক্যান বিদেশি বিয়ার ও ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় রেস্টুরেন্টের মালিক কোরিয়ান নাগরিক জি.এন পার্ক, কর্মচারী সুব্রত ও মেহেদিকে আটক করে।
রেস্টুরেন্টের মালিক জি.এন পার্ককে তার প্রতিষ্ঠানে রক্ষিত বিয়ার ও বিদেশি মদ সংক্রান্ত লাইসেন্স দেখাতে বললে তিনি সেটা দেখাতে ব্যর্থ হন। পার্ক র্যাবকে জানান, বিগত ৩০ বছর তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ছয়-সাত বছর আগে তিনি রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেন।
পরে এ রেস্টুরেন্টের আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
সুত্রঃ বাংলা ট্রিবিউন