পর্যটননগরী সোওসে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর শনিবার তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোওসের একটি বিনোদন কেন্দ্রে ওই হামলায় ৩৮ জন নিহত হন, যাদের বেশিরভাগ ব্রিটিশ নাগরিক।
তিউনিসিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুন ওই হামলার পর ইতিমধ্যে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হোটেল ও সৈকতগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি আর একটু পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা জারির ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত মার্চে রাজধানী তিউনিসের একটি জাদুঘরে সন্ত্রাসী হামলায় ২৩ জন নিহত হন। আইএস এ হামলারও দায় স্বীকার করে।
তথ্যসূত্র : বিবিসি।