এজবাস্টনে ডার্বিশায়ারের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন বরুন চোপড়া ও ব্রেন্ডান ম্যাককালাম। ১৩.১ ওভারে তারা দুজন মিলে সংগ্রহ করেন ১৬০ রান! ৩৭ বলে ৫১ রান করে আউট হয়ে যান চোপড়া। কিন্তু ম্যাককালাম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। মাত্র ৬৪ বল খেলে করেন ১৫৮ রান।
যেখানে ১৩টি চার ও ১১টি ছক্কার মার ছিল। স্ট্রাইক রেট ছিল ২৪৬.৮৭। তিনি রীতিমতো ঝড় তোলেন এজবাস্টনে। তার এমন ঝড় তোলার দিনে জয় বঞ্চিত হয়নি ওয়ারউইকশায়ার। পেয়েছে ৬০ রানের দারুণ এক জয়।
ম্যাককালামের ১৫৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে ওয়ারউইকশায়ার। ২৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৮২ রান তুলে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। ফলে ৬০ রানে জয় পায় ওয়ারউইকশায়ার। ডার্বিশায়ারের ওয়েস দার্সটন ৪৩ রান করেন। এ ছাড়া হামিশ রাদারফোর্ড করেন ৩৯ রান।
বল হাতে ওয়ারউইকশায়ারের জস পোয়েস্টন ৪ উইকেট নেন। ২ উইকেট নেন জিতান প্যাটেল।