বদলে যাচ্ছে ফেসবুকের লোগো। নীল পটভূমিতে সাদা অক্ষরে লেখা ফেসবুক-এ কিছুটা পরিবর্তন আসছে বলেই খবর ছড়িয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোতে খুব শিগগরই নতুন লোগো নিয়ে গ্রাহকদের সামনে উপস্থাপন হতে যাচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
অবশ্য এ ব্যপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি ফেসবুক। কবে নাগাদ পরিবর্তিত লোগো দেখা যাবে, তা নিয়েও কোনো রা করছে না ফেসবুক কর্তৃপক্ষ।
লোগোতে পরিবর্তন নিয়ে আসলেও সেটি বর্তমান লোগোর মতই দেখাবে। শুধু Facebook-লেখাটাতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রচার করা হয়েছে খবর।
আলোচিত এই পরিবর্তন বিষয়ে ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোশ হিগিনস জানান, ‘ফেসবুকের লোগোটিকে আরও আকর্ষণীয় করতে করার জন্য কাজ করছে ফেসবুক।’ আকর্ষণীয় করার পথে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে, সে বিষয়ে মুখ খুলেননি তিনি।
ফেসবুক কিছু না বললেও একাধিক সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে পরিবর্তন হওয়া লোগোতে শুধু ‘Facebook’ এর ‘f’ অক্ষরটি আগের মতোই রাখা হবে। বাকি সব বর্ণের ক্ষেত্রে আনা হবে পরিবর্তন।