Search
Close this search box.
Search
Close this search box.

masrafeeসতীর্থ নাসির হোসেনের আপলোড করা একটি ছবিতে কিছু লোকের বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নিজের ফেইসবুক ফ্যান পেইজটি বন্ধ করে দেওয়ার ৩ দিন পর আবার খুলে দিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ভক্তদের ভালোবাসার টানেই তার এই `ফিরে আসা` বলে বুধবার রাতে ফেসবুক স্টাটাসেই জানিয়েছেন তিনি ।

chardike-ad

তিনি লেখেন, “সবার ভালোবাসার টানে পেইজটা না খুলে আর পারলাম না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ভেবেছিলাম বন্ধ থাকুক। কিন্তু সবাই আর সেটা হতে দিল না।”

masrafee-facebookনিজের ফেইসবুক ফ্যান পেইজে প্রিয় ছোট বোনের সঙ্গে ভারত সিরিজ শেষে বাড়ি ফেরার পথে তোলা ছবি দিয়েছিলেন ক্রিকেটার নাসির। সেই ছবির নিচে বাজে মন্তব্য করে কয়েকজন। ক্ষুব্ধ নাসির পরে সেই ছবি মুছে ফেলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাশরাফি।

তারই প্রতিবাদে নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দেন মাশরাফি। তারপর থেকে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেইসবুকে মাশরাফিকে ফেরার অনুরোধ করতে থাকে তার ভক্ত ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে ফেসবুক স্ট্যাটাসে এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কেউ ঘটাবেন না বলেও আশা প্রকাশ করেন মাশরাফি।

“হ্যাঁ, আপনাদের ভালোবাসাতে আমাদের এতদূর আসা। আশা করি কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।” লিখেছেন তিনি।